Savlon [x]
Savlon [x]
bangla news

চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা জানতে আরও সাতদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-০৬ ৭:১৫:০৩ পিএম
ইসি ভবন/ছবি: বাংলানিউজ

ইসি ভবন/ছবি: বাংলানিউজ

ঢাকা: উপজেলা ভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়। এগুলো সমন্বয় করে জাতীয় পর্যায়ে মোট ভোটকেন্দ্রের সংখ্যা সাতদিন পর জানাবে নির্বাচন কমিশন।

সংস্থাটি যুগ্ম সচিব আবুল কাসেম বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে জানান, জেলা-উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কার্যালয়। এগুলো সমন্বয় করে মোট চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করতে আরও  সাতদিন লাগবে।

এর আগে ৪০ হাজার ৬৫৭টি প্রাথমিক ভোটকেন্দ্রের তালিকার ওপর আপত্তি আহ্বান করে যাচাই-বাছাই করে উপজেলা নির্বাচন কার্যালয়গুলো।

আবুল কাসেম বলেন, যাচাই-বাছাই শেষে মোট কেন্দ্র সংখ্যা ৪০ হাজারের কিছু কম-বেশি হতে পারে। 

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
ইইউডি/এসএইচ

ক্লিক করুন, আরো পড়ুন :   নির্বাচন কমিশন নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-09-06 19:15:03