ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

শপথ নিতে রাসিক মেয়র ও কাউন্সিলররা ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
শপথ নিতে রাসিক মেয়র ও কাউন্সিলররা ঢাকায় ঢাকার পথে রাসিক কাউন্সিলররা

রাজশাহী: বুধবার গণভবনে তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঁচ বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে শপথ নিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এখন রাজধানী ঢাকায় অবস্থান করছেন। বুধবার (৫ সেপ্টেম্বর) মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি।

একই দিন ঢাকাস্থ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শপথ নেবেন নবনির্বাচিত সংরক্ষিত ১০ ও সাধারণ ওয়ার্ডের ৩০ কাউন্সিলর। তাদের শপথবাক্য পাঠ করাবেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ লক্ষ্যে মঙ্গলবার রাজশাহী ছেড়েছেন তারাও।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন জানান, গত ৩০ আগস্ট এ সংক্রান্ত চিঠি করপোরেশনেও আসে। এর পর পরই তা মেয়রের হাতে পৌঁছানো হয়। একইসঙ্গে নির্বাচিত কাউন্সিলরদেরকেও শপথবাক্য পাঠ করানোর চিঠি পাঠানো হয়।  

এর আগে গত ৩০ জুলাই দলীয় প্রতীকে রাজশাহীর ১৩৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়ে ৭৮.৮৬ শতাংশ। নির্বাচনে মোট ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২ লাখ ৫০ হাজার ৮শ’ ৮১ জন ভোটার।  

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা) পান ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট। বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল (ধানের শীষ) ৭৭ হাজার ৭০০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম (হাত পাখা) ৩ হাজার ২৩ ভোট।  

গণমঞ্চ ও গণসংহতি আন্দোলনের অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ (হাতি) ১ হাজার ৫১ ভোট। বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান (কাঁঠাল) ৩২০ ভোট। পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে খায়রুজ্জামান লিটন (নৌকা) সর্বোচ্চ ভোট পেয়ে রাজশাহী সিটি করপোশনের মেয়র পদে নির্বাচিত হন।

এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলকে পরাজিত করে প্রথমবারের মতো রাজশাহীর নগরপিতা নির্বাচিত হন মহানগর আওয়ামীলীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। ১৪ সেপ্টেম্বর ২০০৮ থেকে ০৯ মে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।