ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচন বর্জন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচন বর্জন সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী ওবাইদুর। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহাবুব নির্বাচনে কারচুপি ও এজেন্টদের মারধর পর কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন।

সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী ওবাইদুর অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৮টা পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল।

এর পরপর বিভিন্ন ওয়ার্ডে হাতপাখা প্রতীকের পোলিং এজেন্টদের মারধরের পর কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সাধারণ ভোটার যারা কোনো দলের নয়, তাদের হাত থেকে মেয়র পদের ব্যালট ছিনিয়ে নেওয়া হচ্ছে, নিজেদের ইচ্ছা মতো নৌকায় সিল মেরে তা আবার ব্যালট বক্সে ঢুকাচ্ছে। এ অবস্থায় নির্বাচনের মাঠে থাকার কোনো অর্থ নেই।

তিনি বলেন, আমাদের অভিযোগ ফোনেও রিটার্নিং কর্মকর্তার কাছে বলেছি লিখিতভাবে জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।