ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

সিসিকে ৮০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
সিসিকে ৮০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মনে করে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (২৫ জুলাই) বিকেলে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
 
তিনি বলেন, আপনারা যেটাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন, সেটাকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।

তবে ২৭টি ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডে কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তা প্রকাশ করেননি তিনি।
 
অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেন, সিলেট সিটি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এসএমপির।
 
আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৩৪টি কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন ভোটার ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।  

নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত ৬২ জন এবং সাধারণ কাউন্সিলর ১২৭ জন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরইমধ্যে কাউন্সিলর পদে ২০ নং ওয়ার্ডের এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।