ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

জিসিসি নির্বাচন: আ’লীগ ২০৭০, বিএনপি ৭৪৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
জিসিসি নির্বাচন: আ’লীগ ২০৭০, বিএনপি ৭৪৪ ...

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ৪২৫টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক পেয়েছেন ২০৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৪ ভোট।

মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় বিলাস রানী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১ ও ২ এবং দেওয়ান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ড. মো. সেলিম মোল্লা, আবুল হাসান চৌধুরী ও  রকিব উদ্দিন মণ্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।