[x]
[x]
bangla news

জিসিসি নির্বাচনে ৫৭ নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-২৩ ৯:৪১:২১ এএম
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন

ঢাকা: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে নিজস্ব ৫৭ জন কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই পর্যবেক্ষকরা নিবিড়ভাবে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা দেবেন।

ইসি সূত্র জানায়, ২৬ জুন (মঙ্গলবার) জিসিসি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি নিজস্ব পর্যেবেক্ষকরাও ভোটের অনিয়ম নিয়ে তৎপর থাকবেন। এক্ষেত্রে তাদের সুবিধা হচ্ছে- যে কোনো অনিয়ম হলে তারা প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকেও তাৎক্ষণিকভাবে অবহিত করতে পারবেন।
 
সারাদেশে বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার চিঠি ইতোমধ্যে ইসির উপ-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন, সুষ্ঠু ভোটগ্রহণ, বিশৃঙ্খলা সৃষ্টি, কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিসহ যাবতীয় বিষয়ে অনিয়ম বা গাফিলতী খেয়াল করবেন নিজস্ব পর্যবেক্ষরা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
ইইউডি/জিপি

ক্লিক করুন, আরো পড়ুন :   নির্বাচন কমিশন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-06-23 09:41:21