Savlon [x]
Savlon [x]
bangla news

বরিশালে দলীয় মনোনয়নপত্র নিলেন আ’লীগ-বিএনপির ১১ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-২০ ৬:২২:১৯ এএম
বরিশালে দলীয় মনোনয়নপত্র নিচ্ছেন আ’লীগের ৫ নেতা। ছবি: বাংলানিউজ

বরিশালে দলীয় মনোনয়নপত্র নিচ্ছেন আ’লীগের ৫ নেতা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির ১১ জন নেতা। এরইমধ্যে দলীয় মনোনয়নপত্র পেতে ফরম সংগ্রহ করেছেন তারা। এরমধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ৫ জন, আর বিএনপি থেকে ৬ জন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বাংলানিউজকে জানান, তিনিসহ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস (এমপি), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসেন এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতাদের উপস্থিতিতে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দলীয় মনোনয়নপত্র ফরমটি সংগ্রহ করা হয়েছে। যা বৃহস্পতিবার (২১ জুন) জমা দেওয়া হবে।

তিনি জানান, এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক খান মামুন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন ভুলু বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে এদিন দুপুরে জানতে পেরেছি মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর আমিন উদ্দিন আহমদ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়নপত্র কিনেছেন বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন ও সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল।

বাংলা‌দেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এমএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :  
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-06-20 06:22:19