ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

খুলনায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মে ১৪, ২০১৮
খুলনায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে-ছবি- মানজারুল ইসলাম

খুলনা: রাত পোহালেই খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন। ভোটগ্রহণের জন্য এরইমধ্যে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হয়েছে।

সোমবার (১৪ মে) বেলা ১১টায় মহানগরীর সোনাডাঙ্গায় অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে প্রিজাইডিং অফিসারদের এসব মালামাল বুঝিয়ে দেন কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

তিনি জানান, সন্ধ্যার মধ্যেই সব মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।

পুলিশ ও আনসার সদস্যরাও এরইমধ্যে কেন্দ্রে অবস্থান করছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কেসিসি নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৮৯টি কেন্দ্রে। যার কক্ষসংখ্যা ১৫৬১টি এবং অস্থায়ী কক্ষ ৫৫টি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য মতে, ২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৩৪টিই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়:  ১৪৩৫ ঘণ্টা,  মে ১৪ , ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।