ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মুলনা ইউপিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
মুলনা ইউপিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন হাওলাদার আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৯৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিম শিকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪৪ ভোট।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোগগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।