ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

হুইল চেয়ারে এসে ৮০ বছরের বৃদ্ধের ভোট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩১, ডিসেম্বর ২১, ২০১৭
হুইল চেয়ারে এসে ৮০ বছরের বৃদ্ধের ভোট হুইল চেয়ারে ভোট দিতে এসেছেন ৮০ বছরের বৃদ্ধ। ছবি: ইসমাইল হোসেন

রংপুর থেকে: শান্তিপূর্ণভাবে অানন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে। সব কেন্দ্রেই ভোটারদের সাড়া পড়েছে। বাদ যাননি বৃদ্ধ ভোটাররাও।

৮০ বছরের বৃদ্ধ মকবুল হোসেন হুইল চেয়ারে এসেছেন কেন্দ্রে।

সালেমা হক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে মকবুল হোসেন বাংলানিউজকে বলেন, ভোট দিয়েছি, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

কোন অসুবিধা নাই।

এই স্কুলে পুরুষ ও নারীর জন্য পৃথক দুটি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। পুরুষ কেন্দ্রে এক হাজার ৮৮৩ এবং নারী কেন্দ্রে এক হাজার ৮৩২ জন ভোটার রয়েছেন।

মকবুল হোসেনের নাতি সামিউল হাসান বাংলানিউজকে বলেন, দাদা নিজেই ভোট দেওয়ার অাগ্রহ প্রকাশ করে, তাকে অামরা নিয়ে এসেছি।

পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এটিএম নাজমুল হুদা বেলা পৌনে ১১টার দিকে জানান, ১২-১৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

অার নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহবুবার রহমান বলেন, সকাল ১০টা পর্যন্ত ৮ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সাপে সাথে উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমঅাইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ