ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রস্তুতি সম্পন্ন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, ডিসেম্বর ২০, ২০১৭
প্রস্তুতি সম্পন্ন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রিটার্নিং কর্মকর্তা সুভাস চন্দ্র সরকার/ছবি: বাংলানিউজ

রংপুর থেকে: কঠোর নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশন নির্বাচন (রসিক) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সুভাস চন্দ্র সরকার। একই সঙ্গে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজর থাকবে বলে জানান তিনি।

ভোটের আগের দিন বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

২১ প্লাটুন বিজিবির মধ্য তিন প্লাটুন রিজার্ভ রয়েছে। আর ১৮ প্লাটুনকে দুই ভাগ করে ৩৬টি টিম করা হয়েছে। নির্বাচনী মাঠে কাজ করছেন ৩৩টি ভ্রাম্যমাণ আদালত।

১৯৩টি কেন্দ্রের মধ্যে ১৯১টিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যায় পাশের বাড়ি থেকে ওই দুই কেন্দ্রে সংযোগ দেওয়া হয়েছে।

প্রত্যেক প্রার্থী আমাদের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে সুভাস চন্দ্র সরকার বলেন, সবাইকে সমানভাবে দেখছি।

সবশেষে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে জানিয়ে নির্বাচন কর্মকর্তা সবার সহযোগিতা চান।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।