bangla news

ফেনীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-২৪ ১০:২০:০৫ পিএম
ভোটার তালিকা হালনাগাদ

ভোটার তালিকা হালনাগাদ

ফেনী: সারাদেশের মতো ফেনীতেও মঙ্গলবার (২৫ জুলাই) থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। আগামী ০৯ আগস্ট পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের কর্মীরা কয়েক ধাপে তথ্য সংগ্রহ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলার ৬টি উপজেলায় ৫শ’ ২৭ তথ্য সংগ্রহকারী ও ১শ’ ৬ সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ২০ আগস্ট থেকে পর্যায়ক্রমে নতুন তালিকাভুক্ত ভোটারদের নির্ধারিত স্থানে ছবি তোলা হবে।

তথ্যসংগ্রকারীকে ফরম পূরণ করার সময় জন্মনিবন্ধন কার্ড, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, পাসপোর্ট অথবা বিয়ের কাবিননামা দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এসএইচডি/এমজেএফ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2017-07-24 22:20:05