ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি সার্ভার ডাউন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মে ১৭, ২০২৫
এনআইডি সার্ভার ডাউন

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার ডাউন থাকায় সব সেবা বন্ধ অবস্থায় আছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি বলেন, রক্ষণাবেক্ষণের কারণে এনআইডি সার্ভার ডাউন রাখা হয়েছে। রাত ১২টা পর্যন্ত যেকোনো সেবা স্লো থাকবে। এরপর থেকে সব ধরনের সেবা পুরোদমে চালু থাকবে।  

এনআইডি সার্ভারে সাড়ে ১২ কোটি ভোটারের তথ্য রয়েছে। এসব ভোটারের তথ্য যাচাই সেবা ১৮৬টি প্রতিষ্ঠান নিয়ে থাকে। সার্ভার ডাউন থাকায় এই সেবা বিঘ্ন হবে।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।