ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

নতুন দল নিবন্ধন: সোমবার আবেদন আহ্বান করতে পারে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, মার্চ ৯, ২০২৫
নতুন দল নিবন্ধন: সোমবার আবেদন আহ্বান করতে পারে ইসি নির্বাচন ভবন। ফাইল ছবি

ঢাকা: নতুন দল নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৯ মার্চ) এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।

জানা গেছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোকে আবেদনের সময় দেওয়া হতে  পারে। এরপর যাচাই-বছাই শেষে শর্ত পূরণ সাপেক্ষে নতুন দলের নিবন্ধ দেওয়া হবে।  

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯।

প্রতি সংসদ নির্বাচনের পূর্বে নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করে ইসি।  

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সম্প্রতি ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন দল গঠন করেছেন। এছাড়া আরও কিছু নতুন দল হয়েছে এরই মধ্যে।  

এই গণবিজ্ঞপ্তি জারি হলে সবাই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ