ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তোতাকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, এপ্রিল ৩০, ২০২৪
মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তোতাকে শোকজ রফিকুল ইসলাম তোতা

মেহেরপুর: মেহেরপুরে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।  

মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ওয়ালিউল্লাহ কারণ দর্শানোর এই নোটিশ দেন।

উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি ২০১৬ এর বিধি ১৮ লঙ্ঘনের দায়ে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না? তা আগামী ২ মে বিকেল ৪টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আমান হোসেন মিলুর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন রফিকুল ইসলাম তোতা। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ২৭ এপ্রিল মুজিবনগরের রতনপুর গ্রামে নির্বাচন অফিস ভাঙচুর করায় আমান হোসেন মিলুর অভিযোগের পরিপ্রেক্ষিতে রফিকুল ইসলাম তোতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ