ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

স্থগিত ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, জানুয়ারি ১৫, ২০২৪
স্থগিত ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু ফাইল ছবি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্থগিত ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু করল নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৫ জানুয়ারি) এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

ইসির এনআইডি শাখার উপাত্ত ব্যবস্থাপনা শাখার প্রোগ্রামার সিফাত জাহান নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে মাঠ পর্যায়ের কার্যালয়সমূহে ভোটার স্থানান্তরের রোল চালু করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মাইগ্রেশন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে পারবেন। তবে দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন চলমান থাকায় ওই আসনের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে মাইগ্রেশনের কার্যক্রমে বন্ধ রাখতে হবে।

গত সেপ্টেম্বর থেকে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছে ইসি। বর্তমানে দেশে ১২ কোটির মতো ভোটার রয়েছে। তাদের অনেকেই প্রতিদিন এলাকা পরিবর্তনের আবেদন করে থাকেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।