ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

২৯৮ আসনের ফলাফল বিজি প্রেসে, গেজেট প্রকাশ শিগগিরই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
২৯৮ আসনের ফলাফল বিজি প্রেসে, গেজেট প্রকাশ শিগগিরই

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যাচাই-বাছাই করে সরকারি মুদ্রণালয়ে বিজি প্রেসে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই গেজেট ছাপানো হয়ে যাবে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, ৩০০টি আসনের মধ্যে নওগাঁ-২ আসনের ভোট বাতিল করা হয়েছিল, একজন প্রার্থীর মৃত্যুর কারণে। ১২ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে। আর একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফলাফল স্থগিত করা হয়েছিল ময়মনসিংহ-৩ আসনে। সেই একটি কেন্দ্রের নির্বাচন হবে ১৩ জানুয়ারি।  

তিনি বলেন, এই দুটি বাদ দিয়ে ২৯৮ আসনের ফলাফল যাচাই করে দেখা হয়েছে। সব ঠিক আছে। এখন গেজেট করার জন্য তা বিজি প্রেসে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।