ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

পঞ্চগড়ে মুক্তা-সুজনের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
পঞ্চগড়ে মুক্তা-সুজনের জয়

পঞ্চগড়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুইটি আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নৌকার দুই প্রার্থী। এরমধ্যে পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা (নৌকা) পেয়েছেন একলাখ ২৪ হাজার ৭৪২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট (ট্রাক) পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।

পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম সুজন পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে করে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি পেয়ছেন একলাখ ৮১ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লুৎফর রহমান রিপন পেয়েছেন সাত হাজার ৬২৭ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দীন, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল প্রমুখ।

অন্য প্রার্থীদের মধ্যে পঞ্চগড়-১ আসনে একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রীম পার্টির (বি.এস.পি) আব্দুল ওয়াদুদ বাদশা পেয়েছেন এক হাজার ৩৭১ ভোট, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) হয়ে আব্দুল মজিদ পেয়েছেন ৭৪৩, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মসিউর রহমান বাবুল পেয়েছেন এক হাজার ৩৯৯ ভোট এবং টেলিভিশন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম পেয়েছেন এক হাজার ৪৮১ ভোট।

পঞ্চগড়-০২ আসনে একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি.এস.পি) আহমাদ রেজা ফরুকী পেয়েছেন চার হাজার ৪৭০ ভোট, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির আব্দুল আজিজ পেয়েছেন চার হাজার ৪২০ ভোট।

এরআগে, জেলার দুই আসনের সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।