ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

৯৫ শতাংশ ভোট পেয়ে চতুর্থবার নির্বাচিত আবু জাহির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
৯৫ শতাংশ ভোট পেয়ে চতুর্থবার নির্বাচিত আবু জাহির

হবিগঞ্জ: জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ৯৫ শতাংশ ভোট পেয়ে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

রোববার (৭ জানুয়ারি) ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৯ হাজার ৬৮১। ভোট দেওয়া হয়েছে এক লাখ ৬৯ হাজার ৪১২টি। এরমধ্যে আবু জাহির নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৬০৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) আব্দুল মুমিন চৌধুরী বুলবুল পেয়েছেন চার হাজার ৭৬ ভোট। বাকী সাত প্রার্থীর সবাই মিলে পান দুই হাজার ৬১৩ ভোট।

হবিগঞ্জ-৩ আসনে মো. আবু জাহিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য আট প্রার্থীর সবাই জমানত হারিয়েছেন। জেলার চারটি আসনে তিনিই পুননির্বাচিত এমপি। বাকী সবাই নতুন মুখ।

এমপি আবু জাহির ২০০৮ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নৌকা প্রতীকে ৭১ দশমিক ৩০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। পরের দুইবারও তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।