ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

চাঁপাইনবাবগঞ্জে বিএনএম প্রাথীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বিএনএম প্রাথীর ভোট বর্জন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নিবাচনী পরিবেশ না থাকা ও তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নিবাচন বর্জনের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন।

রোববার (৭ জানুয়ারি) বেলা দেড়টার দিকে পৌর এলাকার ফুড অফিস মোড়ে প্রাথীর নিজ বাসভবনে করা এক স্যবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার নির্বাচনী এজেন্টেদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় পৌর এলাকার একটি কেন্দ্রে নৌকার সমর্থকরা তাকে প্রবেশ করতে দেননি। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর না থাকারও অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।