ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

নড়াইলে নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
নড়াইলে নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ প্রতিনিধি দল

নড়াইল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নড়াইলে এসেছেন কমনওয়েলথের দুই সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে যশোর থেকে তারা নড়াইলে আসেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- কমনওয়েলথ সেক্রেটারি অব বাংলাদেশ শাকিরউদ্দিন (নাইজেরিয়া) এবং শ্রীলঙ্কার প্রফেসর ওভানদিনশা (PRO. WVADINSSHA)।

প্রতিনিধি দল এসময় নড়াইল সদর উপজেলার ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল সরকারি বালক বিদ্যালয়, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। ভোটারদের ছবি তোলেন। তারা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্র ত্যাগ করেন।

স্থানীয় সাংবাদিকরা এসময় কথা বলতে চাইলে প্রতিনিধি দলের সদস্যরা কোনো কথা বলেননি। এসময় ওই সব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

জেলার দুটি আসনের মোট ভোটার সংখ্যা ছয় লাখ ৪১ হাজার ১৩২। এখানে জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজাসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।