ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

কারাগারে থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন হত্যা মামলার আসামি  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কারাগারে থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন হত্যা মামলার আসামি  

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) হত্যা মামলায় কারাবন্দী এক হাজতি এবারের নির্বাচনে প্রার্থী হয়েছে। জানা গেছে মো. জুবের আলম খান নাএর এই আসামি ঢাকা ৮ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনি রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার আসামি।  

শনিবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ সিনিয়র জেন সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য জানান।  

তিনি জানান, সকল নিয়মকানুন মেনেই হত্যা মামলার আসামি জুবের আলম খান আত্মীয়-স্বজনদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন থেকে যাচাই বাছাই করে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ঢাকার ৮ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। যতটুক শুনেছি তার আত্মীয়-স্বজনরাই ঢাকার ৮ আসন এলাকায় তার নির্বাচনের প্রচার-প্রচারণা চালিয়েছে।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দেশনা অনুযায়ী কারাগারে থাকা কোন বন্দী এবার ভোট দিচ্ছে পারছেন কিনা এরকম প্রশ্নের জবাবে সিনিয়র জেল সুপার বলেন, নিয়ম অনুযায়ী বন্দীদের ভোট দেওয়ার আইন থাকলেও সিস্টেমে সন্তুষ্ট নয় কারাগারে থাকা বন্দিরা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সাঙ্গে সাঙ্গেই নির্দেশনা অনুযায়ী বন্দীদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা ভোট দিতে আগ্রহী কিনা? কিন্তু এবার কারাগারে থাকা আনুমানিক ১০ হাজার বন্দিদের মধ্যে কেউ এবার ভোট দিতে চাচ্ছেন না।  

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।