ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফের নেতৃত্বে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।



এ সময় শেখ ফজলুল করিম সেলিমের ছোট ছেলে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরমেয়র শেখ রকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক শিকদার আবু সিদ্দিক, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই আসন থেকে সাতটি মনোনয়ন ফরম বিক্রি হলেও এখন পর্যন্ত শেখ ফজলুল করিম সেলিমের মনোনয়নপত্র জমা হয়েছে। ১৯৮৫ সাল থেকে আটবার তিনি এ আসনে প্রতিনিধিত্ব করছেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।