ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দায়ভার তাকেই নিতে হবে: ইসি আনিছুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দায়ভার তাকেই নিতে হবে: ইসি আনিছুর 

রাঙামাটি: নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেই দায়ভার তাকেই নিতে হবে।  

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। নিবন্ধিত ৪০ দলের মধ্যে ২৬ দল অংশ নিয়েছে। বাকি দলগুলোকে নির্বাচনে অংশ নিতে বলা হয়েছে।  

এর আগে সকাল ১১টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, তিন পার্বত্য জেলার রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ডিজিএফআইয়ের কর্নেল জিএস, অধিনায়ক র‌্যাব-৭, তিন পার্বত্য জেলার প্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং এনএসআইয়ের যুগ্ম পরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্তারা বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।