ঢাকা, শুক্রবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: সারাদিনেই কেন্দ্র ছিল ফাঁকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: সারাদিনেই কেন্দ্র ছিল ফাঁকা

ব্রাহ্মণবাড়িয়া: দ্বিতীয় বারের মত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৩২টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলেছে বিকেল ৪টা পর্যন্ত।

 

তবে সকাল থেকেই প্রায় সবকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। কিছুক্ষণ পর পর দু'চার জন ভোটার এসে ভোট দিয়েছেন। এদিন সব ভোটকেন্দ্রগুলোয় উৎসবমুখর পরিবেশ একেবারেই দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ার কথা জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। তবে সেই আশায় গুড়ে বালি। সকাল, দুপুর ও বিকেলের চিত্র ছিল প্রায় একই রকম।

সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়াম ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসাররা অলস সময় পার করছেন। কিছুক্ষণ পর পর ভোটাররা আসছেন ভোট দিতে।

এ বিষয়ে বেশ কয়েকজন ভোটার বলেন, এটি উপ-নির্বাচন। তাই আমাদের মধ্যে আগ্রহ নেই। আসনটিতে এই নিয়ে তিনবার নির্বাচন হয়েছে। নির্বাচনের যে উৎসব পরিবেশ এখন তা চোখে পড়ে না।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: কারচুপির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।