ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় ইসলামী আন্দোলন প্রার্থীর ২৮ দফা ইশতেহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ২৮, ২০২৩
খুলনায় ইসলামী আন্দোলন প্রার্থীর ২৮ দফা ইশতেহার সংবাদ সম্মেলন।

খুলনা: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

রোববার (২৮ মে) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নগরবাসীর উদ্দেশে ২৮ দফা কর্মসূচি সম্বলিত ইশতেহার তুলে ধরেন হাতপাখার প্রার্থী আব্দুল আউয়াল।

খুলনায় মেয়র প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম ইশতেহার ঘোষণা করেন।

মেয়র নির্বাচিত হলে নগরবাসীর পৌরকর ৩০ শতাংশ মওকুফ এবং ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করার ঘোষণা দিন ওই মেয়রপ্রার্থী।  

ইশতেহারে পায়ে চালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকের লাইসেন্স ফি অর্ধেক করারও ঘোষণা দেন তিনি।

ইশতেহার ঘোষণায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মো. নাসির উদ্দিনসহ জেলা ও নগর নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।