ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

নূরপুরে ৬ষ্ঠ বারের মতো চেয়ারম্যান হলেন বিএনপি নেতা গোলাম কিবরিয়া   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
নূরপুরে ৬ষ্ঠ বারের মতো চেয়ারম্যান হলেন বিএনপি নেতা গোলাম কিবরিয়া 
 

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দু’টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটিতে নৌকা ও অন্যটিতে আনারস প্রতীকের প্রার্থী (বিএনপি নেতা) জয়ী হয়েছেন। এ দু’টি ইউপিতে ভোটগ্রহণ করা হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।


 
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
 
এদিন সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। দু’টি ইউপিতে ভোট পড়েছে ৮২ শতাংশের বেশি।
 
বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী নূরপুর ইউপিতে আনারস প্রতীকে ৪ হাজার ৮৩২ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা মো. গোলাম কিবরিয়া চৌধুরী। আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মো. সেবন মিয়া পেয়েছেন ৪ হাজার ৪০৪ ভোট। এছাড়া জাতীয়পার্টির প্রার্থী এমএম হেলাল লাঙ্গল প্রতীকে ৪৩২ পেয়েছেন।
 
এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউপিতে ৩ হাজার ২৭ ভোট পেয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হুসাইন মো. আদিল। এ ইউপিতে ২ হাজার ৪৬০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন মো. তাজুল ইসলাম।  
  
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।