bangla news

প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চুয়েট শিক্ষক সমিতির অভিনন্দন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২-০৩-১৯ ১১:৩৭:৩৬ এএম

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন ২০১২ এর খসড়া মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি।

চট্টগ্রাম: পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন ২০১২ এর খসড়া মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি।

সোমবার সন্ধ্যায় সংগঠনটির সাধারন সম্পাদক মীর মু. সাক্বী কাওসার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, দীর্ঘ প্রতিক্ষিত এই আইন জাতীয় সংসদে চূড়ান্তকরণের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যাললেয়র শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমার বৈষম্য দূর হবে।

চুয়েট শিক্ষক সমিতি সরকারের এই যুগোপযোগী পদক্ষেপে আনন্দিত এবং কৃতজ্ঞতা জানিয়েছে।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্র নিয়ন্ত্রিত (পাবলিক) সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘন্টা, মার্চ ১৯, ২০১২

এমএ
সম্পাদনায়: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2012-03-19 11:37:36