ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবি থেকে এমফিল-পিএইচডি পেলেন ৪৩ গবেষক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
ঢাবি থেকে এমফিল-পিএইচডি পেলেন ৪৩ গবেষক

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সম্প্রতি ২২ জন গবেষক পিএইচডি, ২১ জন এমফিল ও দুইজন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন।

রোববার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৬ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে কানিজ ফাতেমা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. সেলিম-উল ইসলাম সিদ্দিকী, মুহাম্মদ নূরুল্লাহ, মো. মাইন উদ্দিন, মুহাম্মদ মুনিরুজ্জামান, সংগীত বিভাগের অধীনে শেখ খালিদ হাসান, আহমেদ শাকিল হাসমী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে সুফিয়া খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে তাসনীম তাহের, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মো. মাহমুদ হাসান, রসায়ন বিভাগের অধীনে অনাথ চন্দ্র রায়, গণিত বিভাগের অধীনে জান্নাতুন নাঈম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ আতাউর রহমান, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে খন্দকার ফাহমিদা সুলতানা, সালমা আক্তার, ফারজানা দীবা, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে সাদিয়া ইসফাত আরা রহমান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে মো. শাহানূর হোসেন, ওষুধ প্রযুক্তি বিভাগের অধীনে মো. রেজওয়ানুর রহমান, ভাস্কর্য বিভাগের অধীনে নাসিমা হক মিতু, মাসুদা খাতুন জুঁই এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি ইনস্টিটিউটের অধীনে প্রতিমা দেব।  

এম ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন ইংরেজি বিভাগের অধীনে ফারাহ দিবা ইয়াসমিন, আরবী বিভাগের অধীনে মো. হাবিবুল্লাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. আবু জাফর, মো. আবদুল্লাহ আল মামুন, মো. শরীয়ত উল্লাহ, ফয়সল আহমদ, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধীনে মো. রফিকুল ইসলাম, সংগীত বিভাগের অধীনে আশা সরকার, বারবারা আজাদ সনম, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে মাদল দেব বর্মন, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে সায়মা নাজনীন, মো. রবিউল হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধীনে সারা মনামী হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে তাহমিনা সুলতানা যুথি, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে আমিনা বেগম সুমি, নুজহাত-ই-রহমান, মার্কেটিং বিভাগের অধীনে মো. আল আমিন, তাসলিমা রহমান, ফিন্যান্স বিভাগের অধীনে তানজিদা আক্তার এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মো. শাখাওয়াত হোসেন ও জসিম উদ্দিন সরকার।

ডিবিএ ডিগ্রি প্রাপ্তরা হলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে রুমানা আফরিন ও মো. সামসুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।