ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

টিএসসিতে পদ্মা সেতুর উদ্বোধনের সরাসরি সম্প্রচার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জুন ২৫, ২০২২
টিএসসিতে পদ্মা সেতুর উদ্বোধনের সরাসরি সম্প্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সরাসরি সম্প্রচার করা হবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।

শুক্রবার (২৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২৫ জুন) সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে সরাসরি সম্প্রচার করা হবে।

শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুন ২৪,২০২২
এসকেবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।