ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

গুগল-মাইক্রোসফটে চাকরি পেলেন শাবির ২ ছাত্র

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২১, ২০২২
গুগল-মাইক্রোসফটে চাকরি পেলেন শাবির ২ ছাত্র

শাবিপ্রবি, (সিলেট): বিশ্বের অন্যতম টেক জায়ান্ট প্রতিষ্ঠান (গুগল) এবং মাইক্রোসফট চাকরি পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক দুই শিক্ষার্থী। তাদের মধ্যে গুগলে চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মাকসুদ হোসাইন এবং মাইক্রোসফটে চাকরি পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী কাজী নাঈম।

 

মঙ্গলবার (২১ জুন) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন গুগলে চাকরি পাওয়া সাবেক শিক্ষার্থী মো. মাকসুদ হোসাইন।

নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, এতটুকু আসতে পেরে অনেক খুশি লাগছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছি। এজন্য আমার বাবা-মা, শিক্ষক, সহপাঠীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।