ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, অস্ত্রধারীদের গ্রেফতারের দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মে ২৪, ২০২২
ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, অস্ত্রধারীদের গ্রেফতারের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে দেশীয় অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)।

মঙ্গলবার (২৪মে) সংগঠনের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিসিএল সভাপতি গৌতম চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান বলেন, অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চা ও পরমতসহিষ্ণুতার অভাবে ছাত্রদল-ছাত্রলীগ আজ শিক্ষার্থী বিমুখ রাজনীতিতে লিপ্ত হয়েছে। মঙ্গলবারের অপ্রত্যাশিত ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্যদিয়ে ক্যাম্পাসের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে  এবং সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রধারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ২৪, ২০২২
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।