ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

শিক্ষা

কুবিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
কুবিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু আজ

কুমিল্লা: কয়েক দফা মেধাতালিকা প্রকাশের পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ১ হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪টি আসন ফাঁকা রয়েছে। এই ফাঁকা আসনগুলো নিয়েই ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (২৭ ফেব্রুয়ারি)।

 
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

সূত্রমতে, ‘এ’ ইউনিটে ২০টি আসন, ‘বি’ ইউনিটে ৫৩টি আসন এবং ’সি’ ইউনিটে ১১টি আসন খালি রয়েছে। তবে খালি আসন সংখ্যা দুইদিনে আরও বাড়তে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

‘এ’ ইউনিটের প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, আমরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলমান রাখবো। আগামী ৩০ মার্চের পরও যদি আসন ফাঁকা থাকে তাহলে ফাঁকা আসন নিয়েই ক্লাস কার্যক্রম চলবে। ৩০ মার্চের পরে আর কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হবে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আজ থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু করছি। তবে বিভাগ অনুযায়ী শূন্য আসনে ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করে ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী।  
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।