ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় শিক্ষকদের প্রতিনিধিরা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, জানুয়ারি ২১, ২০২২
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় শিক্ষকদের প্রতিনিধিরা ...

শাবিপ্রবি (সিলেট): শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকায় গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণিন সঙ্গে কথা বলতে ইতোমধ্যে ৫ সদস্যের একটি দল ঢাকায় পৌঁছেছেন। তারা শনিবার (২২ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

শিক্ষকদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদেন ডীন ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ