ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভাষা আন্দোলন বিষয়ক সেমিনার

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

ঢাকা: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ভাষা আন্দোলন এবং বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি।

সেমিনারে ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নূরুর রহমান খান।



এতে বক্তব্য রাখেন এমএইচস্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শিবলী আহমেদ খান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ হুসেইনুজ্জামান, ইংরেজি বিভাগের প্রভাষক শাহনাজ আক্তার এবং তাসমিয়া ইসলাম।

অধ্যাপক খান তার বক্তব্যে যগে যুগে বাংলা ভাষার কথা বলার অধিকারের জন্য যে চর্চা সে সম্পর্কে আলোকপাত করেন।

আলোচনা শেষে ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্রছাত্রীরা শুদ্ব মাতৃভাষা চর্চার অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।