ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ঢাকা ও চট্টগ্রামে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষামেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, ফেব্রুয়ারি ১৯, ২০১২
ঢাকা ও চট্টগ্রামে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষামেলা

ঢাকা: আগামী মার্চে ঢাকা এবং চট্টগ্রামে ১৪তম এডুকেশন ইউকে এক্সিবিশন আয়োজন করতে যাচ্ছে। রোববার দুপুরে রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।



ঢাকায় আগামী ১ এবং ২ মার্চ রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে চলবে দু’দিনব্যাপী এ শিক্ষামেলা।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

আগামী ৪ মার্চ চট্টগামের পেনিনসুলা হোটেলে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় দর্শনার্থীদের জন্য টিকেট মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার ম্যাথিউ নোলস, হেড অব পারফরমেন্স মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন রাইকা ওয়ালি খান, ব্রিটিশ হাই কমিশনের ইউকে বর্ডার এজেন্সি ইন্টারন্যাশনাল গ্রুপের অপারেশন ম্যানেজার (বাংলাদেশ) রন রিমার।

ম্যাথিউ নোলস জানান, ঢাকায় আয়োজিত শিক্ষামেলায় যুক্তরাজ্যের সেরা ৪৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে এবং চট্টগ্রামে অংশগ্রহণ করবে যুক্তরাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।