ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষার্থীদের জন্য খুলছে অস্ট্রেলিয়ার দরজা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
শিক্ষার্থীদের জন্য খুলছে অস্ট্রেলিয়ার দরজা

করোনার কারণে দীর্ঘ বিরতির ফাঁদে আটকে ছিল অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থীরা। তবে সেই বাঁধা কেটে গেছে।

দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর শিগগিরই খুলে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার বর্ডার।  

ফলে ভিসা হাতে নিয়ে অপেক্ষমাণ বাংলাদেশি শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই তারা পাড়ি জমাবে নিজেদের স্বপ্নের গন্তব্যে।  

এমনই একঝাঁক শিক্ষার্থীকে নিয়ে অ্যাপোলো ইন্টারন্যাশনাল মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি তারকা হোটেলে জমকালো সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে।  

এতে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুপ্রেরণামূলক বক্তা সোলাইমান সুখন এবং অ্যাপোলো ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর এস এম রিদওয়ান কবিরসহ অনেকে।  

অনুষ্ঠানে রিদওয়ান কবির বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বিদেশে ভর্তি এবং ভিসা পেতে যেভাবে সহযোগিতা করেছি, ঠিক তেমনই অস্ট্রেলিয়া গমনের পরও তাদের সার্বিক সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত থাকব। ’

অ্যাপোলো ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় সিডনি, অস্ট্রেলিয়া অফিস থেকে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।