ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটে শাবিপ্রবিতে পরীক্ষার্থী ৪২৮

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
ঢাবির ‘গ’ ইউনিটে শাবিপ্রবিতে পরীক্ষার্থী ৪২৮ ঢাবির ‘গ’ ইউনিটে শাবিপ্রবিতে পরীক্ষার্থী ৪২৮

শাবিপ্রবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার (২২ অক্টোবর)। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( শাবিপ্রবি) কেন্দ্রে অংশ নিচ্ছেন ৪২৮ জন শিক্ষার্থী।

এ দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, গত ১ অক্টোবর ‘ক’ ইউনিট এবং ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সবসময় সতর্ক আছি। তাই বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

এছাড়া, ২৩ অক্টোবর (শনিবার) ‘ঘ’ ইউনিটে ২ হাজার ১৮৩ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।