ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

আবারও আইইউবির ট্রেজারার ইফতেখার হায়দার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
আবারও আইইউবির ট্রেজারার ইফতেখার হায়দার খন্দকার মো. ইফতেখার হায়দার

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ট্রেজারার হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন খন্দকার মো. ইফতেখার হায়দার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) আইইউবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩৩ (১) ধারা অনুয়ায়ী আগামী ৪ বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়েছেন।

গত ১৫ মে ট্রেজারের হিসেবে ইফতেখার হায়দারের প্রথম মেয়াদ শেষ হয়। পরে ১ আগস্ট দ্বিতীয় মেয়াদে যোগদান করেন তিনি।

ইফতেখার হায়দার সর্বশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।  

এছাড়া বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন ইফতেখার হায়দার। সচিবালয়সহ মাঠপর্যায়ে বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন তিনি। জনপ্রশাসন, আর্থিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার।

ইফতেখার হায়দার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।