ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ, অনুদান দেবে ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ, অনুদান দেবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মৌলিক ও প্রায়োগিক গবেষণার মান-পরিধি বাড়ানোর লক্ষ্যে ইমপ্যাক্ট ফ্যাক্টর সংবলিত আন্তর্জাতিক জার্নালে শিক্ষক-গবেষকদের গবেষণা-প্রবন্ধ প্রকাশনার জন্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে অনুদান দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় শিক্ষক ও গবেষকদের অধিকতর মনোযোগ দিয়ে গবেষণায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, শিক্ষদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বতন্ত্র তহবিল গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।