ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ফেনী ইউনিভার্সিটির উপাচার্যের স্ত্রীর ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
ফেনী ইউনিভার্সিটির উপাচার্যের স্ত্রীর ইন্তেকাল

ফেনী: ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহর স্ত্রী জিন্নাতুন আরা শাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।

শুক্রবার (৯ জুলাই) সকালে ঢাকায় নিজ বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।  
শুক্রবার বিকেলে নামাজের জানাজা শেষে দিনাজপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বোর্ড অব ট্রাস্টিজ, শিক্ষক, কর্মকর্তাসহ ফেনী ইউভার্সিটি পরিবার।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে পাঠানো এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এসএইচডি/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।