ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কওমি মাদ্রাসা নিবন্ধনে সরকারের উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জুন ২৫, ২০২১
কওমি মাদ্রাসা নিবন্ধনে সরকারের উদ্যোগ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের লোগো

ঢাকা: কওমি মাদ্রাসা নিবন্ধনে একটি সমন্বিত নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করা ও নিবন্ধনের আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এজন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (মাদ্রাসা) আহ্বায়ক করে গত ২১ জুন ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।  

কমিটিতে কওমি মাদরাসা পরিচালনা বোর্ড তথা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসানসহ কওমি মাদ্রাসা কেন্দ্রিক আরও কয়েকজন প্রতিনিধিকেও রাখা হয়েছে।  

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নীতিমালা তৈরির পাশাপাশি কওমি মাদ্রাসা সংক্রান্ত পৃথক ছয়টি বোর্ডকে সমন্বয় করে একটি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গঠনের প্রস্তাব তৈরি করে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের কাছে সুপারিশ করবে।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জুন ২৫, ২০২১
এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।