ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রকাশনা শিল্পের মানোন্নয়নে স্মরণীয় হয়ে থাকবেন মহিউদ্দিন আহমেদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
প্রকাশনা শিল্পের মানোন্নয়নে স্মরণীয় হয়ে থাকবেন মহিউদ্দিন আহমেদ ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রকাশনা শিল্পের গুণগত মানোন্নয়ন ও বিকাশে অনন্য অবদানের জন্য দেশের অন্যতম প্রবীণ প্রকাশক ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদের স্মরণীয় হয়ে থাকবেন।

বুধবার (২৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক শোকবার্তায় এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও গুণগত মানসম্পন্ন অসংখ্য গ্রন্থ প্রকাশ করে দেশের প্রকাশনা শিল্পকে তিনি আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন গুণী মানুষ। প্রকাশনা শিল্পের গুণগত মানোন্নয়ন ও বিকাশে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মহিউদ্দিন আহমেদ সোমবার (২১ জুন) দিনগত রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।