ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইউল্যাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
ইউল্যাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর ভার্চ্যুয়ালি আলোচনা সভা করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।  

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি প্রদর্শিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফয়জুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad