ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে জবিতে মানববন্ধন 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, ফেব্রুয়ারি ২৮, ২০২১
বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে জবিতে মানববন্ধন  ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): মার্চের প্রথম সপ্তাহে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব বলেন, সব দাবি আদায়ে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়েছে, দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের গুরুত্ব দেন। সব ক্ষেত্রে শিক্ষার্থীরা ভুগছে। জবির শিক্ষার্থীদের সব কিছুতে আন্দোলনে নামতে হয়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতেও মাঠে নামতে হয়েছে।  

মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মো. জহির উদ্দীন বলেন, আমরা যত দ্রুত পড়াশোনা শেষ করব তত তাড়াতাড়ি বের হয়ে কিছু না কিছু একটা করে পরিবারের পাশে দাঁড়াতে পারবো।

মানববন্ধনে শিক্ষার্থীরা দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।