ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ইবির ছাত্র উপদেষ্টা আর নেই

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ইবির ছাত্র উপদেষ্টা আর নেই অধ্যাপক ড. সাইদুর রহমান 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি): করোনায় আক্রান্ত হয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারের বরাত দিয়ে ইবির আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, স্যারের মরদেহ বিশ্ববিদ্যালয়ে আনা হচ্ছে। জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি মেহেরপুরে দাফন করা হবে।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি মধ্যরাতের দিকে ড. সাইদুর রহমানের অক্সিজেন সেচুরেশন খুবই কমে যায়। রক্তচাপও মারাত্মকভাবে কমে যায়। অক্সিজেন ও ফুসফুস একেবারেই কাজ করছিল না। পরে কার্বন-ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় ২৪ ফেব্রুয়ারি ভোরে ইবনে সিনা হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়।  

এর আগে গত ২৭ জানুয়ারি অধ্যাপক ড. সাইদুর রহমারে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।