ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের মানববন্ধন শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ প্রার্থমিক শিক্ষক কল্যাণ সমিতির বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।  

রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সমিতির আহব্বায়ক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহ্বায়ক মো. সাদিকুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

দাবিগুলোর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের গত বছরের ১২ আগস্টের পত্রটি প্রত্যাহার পূর্বক অধিগ্রহণকৃত বেসরকারি প্রার্থমিক বিদ্যালয়ের চাকরির শর্তাদি নির্ধারণ বিধিমালার বর্ণিত ৫০ শতাংশ কার্যকর, চাকরিকালের ভিত্তিতে টাইম স্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধাদি বহাল রাখা, চাকরিকালের ভিত্তিতে জোষ্ঠতা, পদন্নোতির সুযোগসহ ম্যানেজিং কমিটি কতৃক প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সরকারিভাবে গেজেট ভুক্ত করা।  

মানববন্ধন শেষে সংগঠেনর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।