ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পিএসসির নতুন সদস্য অধ্যাপক উত্তম কুমার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
পিএসসির নতুন সদস্য অধ্যাপক উত্তম কুমার

ঢাকা: অধ্যাপক ডা. উত্তম কুমার সাহাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক আদেশে জানিয়েছে, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ চিকিৎসককে রাষ্ট্রপতি ওই পদে নিয়োগ দিয়েছেন।

দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া এর মধ্যে যে আগে ঘটে সেই সময় পর্যন্ত পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন উত্তম কুমার।

মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যান এবং আরও ১২ জন সদস্য হিসেবে কমিশনে দায়িত্বে রয়েছেন। ডা. উত্তমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad