ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

৮ দাবিতে ছাত্র ইউনিয়নের কর্মসূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, জানুয়ারি ১৬, ২০২১
৮ দাবিতে ছাত্র ইউনিয়নের কর্মসূচি ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষাখাতে সংকট দূর করতে আট দফা দাবিতে কর্মসূচি দিয়েছে ছাত্র ইউনিয়ন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল।

দাবিগুলো হলো- করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফ করতে হবে। এসাইনমেন্টের নামে আদায় করা ফি ফেরত দেওয়া, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা করা, সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবাসিক হল খুলে দিয়ে, আবাসনের ব্যবস্থা করে পরীক্ষা নিতে হবে। অছাত্র-সন্ত্রাসীদের হল থেকে বের করে দেওয়া।
সকল বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ করা এবং অগ্রাধিকারভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া।

সংবাদ সম্মেলন থেকে দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকায় বিক্ষোভ মিছিল ১৮ জানুয়ারি, সারাদেশে ছাত্র-শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা ২৫ জানুয়ারি এবং সারাদেশে ৮ দফা দাবির সমর্থনে গণস্বাক্ষর কর্মসূচি ২৭ জানুয়ারি। স্বাক্ষর সংগ্রহ শেষে শিক্ষা মন্ত্রণালয় বরাবর দেওয়া হবে স্মারকলিপি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।