ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রংপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
রংপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ বিক্ষোভ

রংপুর: অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।  

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাব মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কাচারি বাজার এলাকায় গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ডুয়েটসহ অন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হবে। সেশন জট নিরসন ও সর্ট সিলেবাসে ক্লাস চালু করতে হবে।  

এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, করোনার দোহাই দিয়ে ক্লাস পরীক্ষা না নিয়ে উপরন্তু ফি বাড়ানো হয়েছে। আগামীতে পরীক্ষা গ্রহণের কোনো উদ্যোগ না থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। এ অবস্থায় আন্দোলনে নামা ছাড়া কোনো উপায় নেই তাদের। অবিলম্বে দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।